
নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে পটুয়াখালী থেকে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার দিন উপস্থিত ছিল এবং হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ নিয়ে এ মামলায় মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও উদ্দেশ্য সম্পর্কে আরও তদন্ত চলছে, এবং দ্রুত সময়ের মধ্যেই মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।